নিজস্ব প্রতিবেদক : বৈশিক মহামারী মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
করোনা আক্রান্তের খবর পেয়ে ওনার শুভানুধ্যায়ীরা রোগ মুক্তির জন্য শুক্রবার (২১ আগস্ট) বাদ জুম্মা কুলাউড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ আয়োজন করা হয়।
করোনা শুরু থেকে পৌরসভার ছাড়াও উপজেলা বিভিন্ন অসহায় মানুষদের নানা ভাবে সহযোগিতা করে আসছিলেন তিনি।আর তাই এমন খবরে সর্বস্তরের মানুষের মনে শোকের সৃষ্টি করেছেন। দ্রুত সুস্থতা কামনায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদে মসজিদে তার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার করোনা প্রতিবেদন দেখা যায় অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ করোনা ভাইরাস আক্রান্ত। বর্তমানে চিকিৎসকর পরামর্শে তিনি নিজ বাসায় হোম-আইসোলেশনে রয়েছেন।
Development by: webnewsdesign.com