আপডেট

x

কমলগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ | ৯:২০ অপরাহ্ণ | 93

কমলগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে সোম শব্দকর (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা গরুটিও মারা যায়। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের মৃত গীরেন্দ্র শব্দকরের ছেলে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, সকালে সোম শব্দকর বৃষ্টিতে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গরুসহ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com