এমভি আবদুল্লাহকে ছিনতাইয়ে ব্যবহৃত জাহাজে ভারতীয় নৌবাহিনীর হামলা

রবিবার, ১৭ মার্চ ২০২৪ | ১২:০৬ পূর্বাহ্ণ | 41

এমভি আবদুল্লাহকে ছিনতাইয়ে ব্যবহৃত জাহাজে ভারতীয় নৌবাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার সময় জলদস্যুরা যে জাহাজটিকে ব্যবহার করেছিল তার ওপর হামলা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শনিবার ভারতীয় নৌবাহিনীর একটি টুইটের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক টুইটে শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন,১৪ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এমভি রুয়েন নামের সাবেক পণ্যবাহী ওই জাহাজটি ছিনতাই করে। এরপর থেকে তারা এটিকে জলদস্যুতার কাজে ব্যবহার করছে।

শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ছিনতাই করা ওই জাহাজটির পথরোধ করে। এ সময় নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটি কাছাকাছি গেলে এক সোমালি জলদস্যু সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে। সম্ভবত তাদের ছিনতাই করা জাহাজ রুয়েনকে ব্যবহার করেছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com