এমন আম এর আগে দেখিনি

বুধবার, ২৬ মে ২০২১ | ৮:২১ অপরাহ্ণ | 431

এমন আম এর আগে দেখিনি

গোপালগঞ্জ প্রতিনিধি:: যমজ কলার অহরহ দেখা মিললেও যমজ আম সচরাচর দেখা যায় না। তবে এবার দেখা মিলেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে। ওই গ্রামের দিনমজুর জাকির মোল্যা কুড়িয়ে পেয়েছেন অদ্ভুত যমজ এ আমটি।

গতকাল মঙ্গলবার (২৫ মে) সকালে পার্শ্ববর্তী মরহুম ফজলুর রহমানের বাড়িতে আম কুড়াতে গিয়ে এ যমজ আমটি পান তিনি। আমটি দেখতে এখন অনেকেই ভিড় করছেন জাকির মোল্যার বাড়িতে। আগে কখনও যমজ আম দেখিনি বলে মন্তব্য করেন উৎসুক লোকজন।

জাকির মোল্যা (৪০) বলেন, আমি সকালে পাশের বাড়িতে আম কুড়াতে যাই। এ সময় গাছের তলায় একটি যমজ আম পড়ে থাকতে দেখি। আমটি কুড়িয়ে নিয়ে এসে লোকজনকে দেখাই।

তিনি আরও বলেন, যমজ আমটি দেখতে আমার বাড়িতে এলাকার লোকজন আসছেন। তারা এ প্রথম যমজ আম দেখলেন বলে জানান।

এ বিষয়ে শিক্ষক নজরুল ইসলাম (৩৫) বলেন, কলা, বেগুন, টমেটো যমজ দেখেছি। কিন্তু যমজ আম এর আগে কখনও দেখিনি। জীবনে প্রথম যমজ আম দেখলাম। দেখে অবাক লাগছে।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু বলেন, এমন আম এর আগে কখনও দেখিনি। তবে জেনেটিকের কারণে যমজ আম ধরতে পারে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com