আয়মান সাদিক মুনজেরিনের বিয়ের খবর এখন সবার জানা। বাংলাদেশে অনলাইনের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং সেই স্কুলের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদের বিয়ের খবর নিয়ে বেশ আলোচনা চলছে তরুণ প্রজন্মের ভক্তদের মাঝে। এই জুটি অনেকের পছন্দের জুটিও। তবে, আয়মান-মুনজেরিনের বিয়েটা হয়েছে একটু ভিন্নভাবে, ঘরোয়া পরিবেশে মসজিদে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের পরে আয়মান সাদিক তার ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাসে ছবি জুড়ে দিয়ে লিখেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।’
এছাড়া আয়মান সাদিকের স্ত্রী মুনজেরিন শহীদ তার ভেরিফায়েড পেজে একই ছবি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেয়েছি।’
তরুণ ও শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয় এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানীর সেনাকুঞ্জে আগামী ২৩ সেপ্টেম্বর।
Development by: webnewsdesign.com