শনিবার, ২৭ জুলাই ২০১৯ |
৯:২৮ অপরাহ্ণ | 506
মনু নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙ্গন মেরামত, স্থায়ী ব্লক নির্মাণসহ বিভিন্ন দাবীতে কুলাউড়ার স্থানীয় ছৈদল বাজারের নিকটবর্তী বেড়ি বাঁধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৭ জুলাই দুপুরে এই মানববন্ধনের আয়োজন করে ভাঙ্গন কবলিত এলাকাবাসী। ক্ষেতমজুর নেতা সৈয়দ মোশারফ আলীর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিপিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রতাপ সিং, উপজেলা জাসদের সম্পাদক আব্দুল গাফফার কায়সুল, ব্যবসায়ী আপ্তাব আলী, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল হক, স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমদ, মহসিন আলী প্রমুখ।
এসময় মধ্যে এলাকার বিভিন্ন পর্যায়ের শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মনু নদীর বাঁধে ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্লক নির্মাণ, মেরামত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে হবে। দীর্ঘদিন থেকে মনু নদী খননসহ স্থায়ী ব্লক নির্মাণ না করায় একের পর এক ভাঙ্গনে হুমকিতে রয়েছে নদী তীরবর্তী আশপাশের এলাকার জনপদ।